বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিল আর্জেন্টিনা
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০১৪, ৭:১২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক
এবার মেসিকে ছাড়ও ব্রাজিলবিশ্বকাপের ফাইনালে জার্মানীর কাছে হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা। ডিমারিয়ার কাঁধে চড়ে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে জার্মানীরকাছে হারার ক্ষতে আর্জেন্টিনা কিছুটা হলেও প্রলেপ দিল বলা যায়।
বিশ্বকাপ ফাইনালের পর এটাই ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ।
গতকালরাত পৌনে একটায় জার্মানির ডুসেলডর্ফে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের ছিলেন নাতারকা খেলোয়াড় লিওলেন মেসি। তবে ডি মারিয়ার পারফরম্যান্স মেসির অভাব বোঝতেদেয়নি আর্জেন্টিনাকে।
ম্যাচের২০ মিনিটের মাথায়ই জার্মানীর জালে বল পাঠান সার্জিও আগুয়েরো। ৪০ মিনিটেরমাথায় এরিক লামেলার গোলে
প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দু‘টি গোলেই অবদানরাখেন মারিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো ডিমারিয়ার ফ্রি কিক থেকে গোল করেন ফ্রেডেরিকো ফার্নান্দেজ। ৫০ মিনিটের মাথায়গোল করেন ডি মারিয়া নিজে। ব্যবধান হয় ৪-০।
পরে অবশ্য আঁন্দ্রে শুরলে ও মারিও গোটজের ২ গোল পরাজয়ের ব্যবধান কমিয়েছে জার্মানী ।
গতকালেরম্যাচ দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হল কোচজেরার্দো মার্তিনোর। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ডি মারিয়াকেবর্তমান বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন বলে ধরে নিতে বললেন তিনি।