হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক
প্রকাশিত হয়েছে : ৩ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
মামলার হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ।
জানা যায়, ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নং আমলী আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলফিকার আলী এ মামলার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও সাবেক বিএনপির যুগ্ম আহবায়ক এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১২ মার্চ বুধবার শহরের বাস স্ট্যান্ড এলাকায় মিলাদুর রহমানকে কুপিয়ে জখম করে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ঐ মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জলসহ ১১ জনকে আসামি করা হয়।