বড়লেখায় আল ইসলাহ, তালামীযের সড়ক অবরোধ ও বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ৪:৪১ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি
সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।
৩১ আগস্ট রোববার দুপুরে বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতৃবৃন্দ বড়লেখার ইসলামিয়া ভবন এলাকার চান্দ্রগ্রাম-মৌলভীবাজার সড়ক অবরোধ করে রাখেন।
এসময় শত শত ছোট ছোট যানগুলো আটকা পড়ে দীর্ঘ লাইন তৈরি হয়।
এ সময় বড়লেখা উপজেলা তালামীযের সহসভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর উপজেলা সেক্রেটারী সালেহ আহমদ কবির, প্রচার সম্পাদক সামছুল ইসলাম, তালামীযের সাংগঠনিক সম্পাদক গোলজার হাসান, ফুলতলী স্মৃতি পরিষদের আহবায়ক সাহেদ আহমদ জুয়েল প্রমুখ।
বক্তারা সরকারের কাছে মাওলানা নূরুল ইসলাম ফারুকীর খুনীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।