সরকার বিবাহ বহির্ভূত লিভ টুগেদার করছে -মো. শাহাজান
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ৪:০৩ অপরাহ্ণ
জুড়ী সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহাজান বলেছেন, সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করে মানুষের অধিকার নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। সরকারের পায়ের তলায় মাটি নেই। জনবিচ্ছিন্ন হয়ে সরকার পুলিশ নির্ভর হয়ে পড়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের কোন গ্রহণযোগ্যতা নেই। সরকার বিবাহ বহির্ভূত লিভ টুগেদার করছে।
গত ২৯ আগস্ট শনিবার দুপুর আড়াইটায় জুড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
একথাগুলো বলেন।
আলহাজ মইন উদ্দিন মইজনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিটু, গিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম শামীম, দেওয়ান আইনুল হক মিনু প্রমুখ।