বড়লেখায় ধর্ষণ মামলার আরেক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ৩:২৫ অপরাহ্ণ
এ.জে লাভলু, বড়লেখা
বড়লেখায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণসহ নগ্ন ছবি মোবাইলে প্রচারের অভিযোগে আদালতে করা মামলার আরেক আসামী নিতাই বাক্তী (২৮) কে ৩১ আগস্ট শনিবার ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে অহিদাবাদ চা বাগানের চৌকিদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি আবুল হাশেম জানান, শনিবার ভোর রাতে নিতাই বাক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই মামীর সহযোগীতায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) অপহরণপূর্বক গণধর্ষণের পর নগ্ন ছবি মোবাইলে প্রচারের অভিযোগে আদালতের নির্দেশে পুলিশ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার পাঁচপাড়া গ্রামের আসাব আলীর পুত্র সালেখ মিয়া (২৩) ও পূর্ব দৌলতপুর গ্রামের মখলিছ মিয়ার স্ত্রী আছমা বেগম (৩০)।
পুলিশ জানায়, ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরীটি দীর্ঘদিন ধরে তার নানাবাড়ী বড়লেখা উপজেলার পূর্বদৌলতপুর গ্রামে বসবাস করত। টাকার লোভে কিশোরীর মামী আছমা বেগম কিশোরীকে অপহরণে সহায়তা করে।
ধর্ষিতা কিশোরীর মা জানান, ঘটনার পর তিনি বেশ কয়েকদিন মামলার জন্য বড়লেখা থানায় আসলেও পুলিশ তার মামলা নেয়নি। পরে তিনি বাধ্য গত ৫ আগস্ট মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে বাদী হয়ে সালেখ মিয়া ও আছমা বেগমের নাম উলেখ করে ৪/৫ জন অজ্ঞাত আসামীর নাম উলেখ করে পিটিশন মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ নিতাইসহ মোট ৩ জন আসামীকে গ্রেফতার করেছে।