শ্রীমঙ্গলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ২:৫০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলের লালটিলা রেল লাইনের কাছ থেকে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি জানান, রোববার বিকেল ৫টায় শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের খাইছড়া এলাকার লালটিলা নামক স্থানে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। তারা লাশটি উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়, নিহত যুবকের হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।