মৌলভীবাজারে ছাত্রসেনার হরতাল পালন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ৯:৫৪ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কর্তৃক আহুত আধাবেলা হরতাল কর্মসূচি মৌলভীবাজারেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে দূর পাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যান চলাচল করেছে।
হরতালের পিকেটিংকালে ছাত্রসেনার ৩ কর্মীকে আটক করা হলেও পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ।
৩১ আগস্ট রোববার ভোর থেকেই ছাত্র সেনা ও যুব সেনার নেতাকর্মীরা শহরের কুসুমবাগ ও চৌমোহনা চত্বরে পিকেটিং ও মিছিল করেন। দুপুর ১টার দিকে শহরের চৌমোহনা এলাকায় মিছিল ও পথসভা করেন সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রসেনার জেলা সহসভাপতি ময়নুল ইসলাম আফরোজ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুহিত হাসানী, যুব সেনার জেলা সভাপতি এইচ এম মশাহিদ আলী, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিবসহ যুব সেনার মোল্লা জাকির আহমদ, এমএএম রাসেল মোস্তফা প্রমুখ।
পথসভায় বক্তারা অবিলম্বে মাওলানা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আব্দুছ ছালেক মুচলেকা নিয়ে ৩ ছাত্রসেনা কর্মীকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এদেরকে নাশকতার আশঙ্কায় আটক করা হয়েছিল।