সমাজকল্যাণমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ৭:৫৬ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট রোববার দুপুর বারোটায় শহরের চৌমোহনায় এ মানববন্ধন পালন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার আনছার আলীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান নয়ন দেবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা ডেপুটি কমান্ডার আনওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, গিয়াস উদ্দিন আহমদ, মির্জা ফরিদ আহমদ বেগ, মাহমুদুর রহমান, ছানু মিয়া প্রমুখ।
বক্তারা বিভিন্ন পত্র-পত্রিকায় সমাজকল্যাণ মন্ত্রীকে নিয়ে কটুক্তি ও অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগের ইতিহাসে সর্বপ্রথম মন্ত্রী হলেন সৈয়দ মহসীন আলী। তিনি একজন মুক্তিযোদ্ধাও। তাকে নিয়ে মৌলভীবাজারবাসী গর্বিত।