শ্রীমঙ্গলে পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৪, ৬:২৪ পূর্বাহ্ণ
মাহবুবুর রহমান রাহেল
শ্রীমঙ্গল উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচির পুণঃঅভিজ্ঞতা বিনিময় সফর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সফলতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক শিখন কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংক ও আইআরজি ডিএসএল এর সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নে পুনঃঅভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।
পুণঃঅভিজ্ঞা বিনিময় সফরের দর্শনীয় বস্তু ছিল স্থানীয় পদ্ধতিতে বাঁশের টি, পারচিং পরিদর্শন।
পরিদর্শনে অংশগ্রহণ করেন মৌলভীবাজার সদর উপজেলার তিন ইউনিয়নের চেয়ারম্যান, সচিবও ইউপি সদস্যারা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকতা, কৃষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পুনঃঅভিজ্ঞতা বিনিময় সফরে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় এনজিও ম্যাক বাংলাদেশ।