রোববার সারাদেশে ছাত্রসেনার হরতাল, মৌলভীবাজারে মিছিল
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৪, ৫:০৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক
চ্যানেল আইএর ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামিক ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা।
বিকালে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী। ফকিরাপুলস্থ ছাত্র সেনার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দিয়ে নেতারা জানান, খুনীদের গ্রেফতার না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
এদিকে রোববারের হরতালের সমর্থনে মৌলভীবাজারে যুবসেনা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার দুপুরে ১টায় বিক্ষোভ মিছিলটি জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
সমাবেশে সিরাজনগর মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, মাওলানা আশরাফুর রহমান প্রমুখ।