কুলাউড়ার ইউসুফ গনি আদর্শ কলেজে শিক্ষককে কলঙ্কিত ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৪, ১১:০৪ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম, কুলাউড়া
কুলাউড়ার ইউসুফ গনি আদর্শ কলেজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে। এর প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা ফুঁসে উঠেছে।
৩০ আগস্ট শনিবার দুপুরে কুলাউড়া স্টেশন চৌমোহনী চত্বরে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অপরদিকে কলেজের এক ছাত্রীকে জড়িয়ে শিক্ষক মোতাহের হোসেনকে কলঙ্কিত করার প্রতিবাদ জানানো হয় এই কর্মসূচিতে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইফসুফ গনি আদর্শ কলেজের গভর্নিং বডির সদস্য জয়নাল আবেদিন খান, অভিভাবক জবলু আহমদ চৌধুরী, মো. বাতির মিয়া, হীরা লাল, শিক্ষার্থী আব্দুল লতিফ, ফাতেমা বেগম, জুয়েল আহমদ, সুজন দেবনাথ, আমিনা খাতুন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে এ কলেজটি প্রতিষ্ঠার পর থেকে কলেজের অভ্যন্তরীন দুর্নীতি ও অনিয়মের ফলে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে ৩ শিক্ষকের যথাযথ যোগ্যতা না থাকার পরও কলেজে নিয়োগ পাওয়া, সংশ্লিষ্ট কলেজের এক
জন প্রভাষকের প্রভাবে কলেজ ভবনে কেজি স্কুল পরিচালনা, কলেজের খেলার মাঠে রাবার চাষ, অতিরিক্ত ফি আদায়, জনৈক এক ছাত্রীকে জড়িয়ে প্রভাষক মোতাহের হোসেনের চরিত্র হননের চেষ্টাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে আক্রান্ত এই কলেজ।