মাওলানা ফারুকীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৪, ১২:৫১ অপরাহ্ণ
চ্যানেল আইএর ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
২৯ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় শহরের টাউন দেওয়ানী মসজিদ প্রাঙ্গণ থেকে পৌর তালামীযের উদ্যোগে বের হওয়া মিছিলে শত শত তালামীয কর্মী উপস্থিত ছিলেন। পরে মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন তালামীযের সাবেক কেন্দ্রীয় নেতা, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাফিয কাওছার আহমদ, সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সাবেক জেলা সভাপতি মাওলানা এম. ফয়জুল ইসলাম, ওয়ালিউর রহমান সানী, তালামীয নেতা বেলাল উদ্দিন কামরান, মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ, রাজন আহমদ, মুজাহিদ আহমদ, রুহুল আমীন, আবু জাফর রিপন প্রমুখ।
বক্তারা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।