কুলাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৪, ৭:৩১ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুলাউড়া উপজেলা ইউনিট কমান্ডের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের লক্ষ্যে এক আলোচনা সভা গতকাল ২৭ আগস্ট বুধবার দুপুর ২ টায় দক্ষিণবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া প্রেসকাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুশীল চন্দ্র দে, সাবেক কমান্ডার আতাউর রহমান আতা, ডেপুটি কমান্ডার মাসুক মিয়া, শরীফপুর ইউনিয়ন কমান্ডার আক্কাছ আলী মাষ্টার।
অনুষ্ঠান শেষে এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম নবনির্বাচিত কমান্ডার সুশীল চন্দ্র দে সহ নির্বাচিত সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।