মৌলভীবাজারে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৪, ১১:৫৯ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
মৌলভীবাজার শহরের ফরেস্ট রোড এলাকায় রমা কান্ত সরকার (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৭ আগস্ট বুধবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত রমা কান্ত সরকার ফরেস্ট রোড এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রমা তার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।