কুলাউড়ায় মাছের পোনা অবমুক্তকরণে অনিয়ম : অনুষ্ঠান বয়কট করলেন চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম :
কুলাউড়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২৭ আগস্ট বুধবার ছিলো মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি। কিন্তু মাছের পোনা অবমুক্তকরণ নিয়ে ঘটেছে লংকাকাণ্ড। মাছের পোনা কম হওয়ায় অনুষ্ঠান বয়কট করেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
জানা যায়, কুলাউড়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করতে গেলে মাছের পোনা সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি সন্দেহ প্রকাশ করেন উপস্থিত সাধারণ মানুষ ও প্রশাসনিক ব্যক্তিরা। ১৫৩ টাকা দরে মোট ১৪৫ কেজি মাছের পোনা সরবরাহ করার কথা থাকলেও ওজন করে দেখা যায় প্যাকেটে মাত্র ৬১ কেজি ৯০০ গ্রাম পোনা রয়েছে। তাৎক্ষণিকভাবে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান বয়কট করেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতেই সরবরাহকৃত মাছের পোনা কম হওয়ার আশঙ্কা করে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সতর্ক করেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। মাছের পোনা সরবরাহ করেন ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের দুই নেতা। পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুল ইসলাম, মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার আখম শফিকুজ্জামান। মাছের পোনা কম নিশ্চিত করে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, ওজনে যতটা পোনা কম হয়েছে সরবরাহ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুল ইসলাম, মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার আখম শফিকুজ্জামান।
মাছের পোনা কম সরবরাহ করা হওয়ার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, ওজনে যতটা পোনা কম হয়েছে ততটা সরবরাহ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।