কুলাউড়ায় ভাষা গনিত ল্যাব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৪, ১২:৫৫ অপরাহ্ণ
কুলাউড়ায় প্রতিভা প্রকল্প (এফআইভিডিভি’র) আয়োজনে এবং উপজেলা শিা অফিসের সহযোগিতায় ভাষা ও গনিত ল্যাব বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট সোমবার কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার মো. শরিফ উল ইসলামের সভাপতিত্বে ও এনজিও সংস্থা প্রতিভা’র জেলা টিম লিডার মো. মজির উদ্দিন এর পরিচালনায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার পঞ্চানন বালা।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পিটিআই সুপারিনটেনডেন্ট একেএম সাইফুল হাসান, সহকারী জেলা শিক্ষা অফিসার আলী আহসান ও বিশ্বজিৎ সাহা, সেভ দ্য চিলড্রেনের প্রাইমারী শিক্ষা বিভাগের সিনিয়র ম্যানেজার বর্ণালী চৌধুরী, প্রোগ্রাম অফিসার নিয়ামত হোসেন, প্রতিভার প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল হাফিজ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মুহাম্মদ আতিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান প্রমুখ।