রাজনগর ডিগ্রি কলেজের সামনে সমাজকল্যাণমন্ত্রীর পক্ষে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৪, ৯:২০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সমর্থনে রাজনগর ডিগ্রি কলেজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২৫ আগস্ট সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কস্থ কলেজ পয়েন্টে এ মানববন্ধনে গভর্ণিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, কলেজের অধক্ষ্য জিলাল উদ্দীন আহমদ, শিক্ষক দেবতোষ সিংহ চৌধুরী, গভর্নিং বডির সদস্য আলাউর রহমান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী একজন পরীক্ষিত সৎ এবং কর্মোদ্যমী ব্যক্তি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সৎ ও স্বচ্ছ জীবন যাপন করছেন এ জন্যই তৃনমূল পর্যায় থেকে মন্ত্রী হতে পেরেছেন। স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বন্ধ না হলে সমাজে সৎ ব্যক্তিদের মূল্যায়ন থাকবে না।