মৌলভীবাজার কয়েদীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৪, ৭:২৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে জাহান মিয়া (৫০) নামে একজন কয়েদীর মৃত্যু হয়েছে।
রোববার গভীর রাতে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের মোহাজিরাবাদ গ্রামের শুকুর মিয়ার পুত্র। ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে একটি হত্যা মামলার বিচারাধীন আসামী হিসাবে মৌলভীবাজার জেলে কয়েদী হিসাবে বন্দি ছিলেন। কয়েদী নং- ৩৪১৭।
জেল সূত্রে জানা যায়, জাহান মিয়া গ্রেফতারের সময়ই অসুস্থ ছিলেন। রোববার গভীর রাতে তার কোমরে ব্যথা শুরু হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার জেলের জেল সুপার আল আমিন, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য তাকে মৌলভীবাজার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।