সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিক সমিতি মৌলভীবাজার ইউনিটের প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৪, ২:০২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি
মানবজমিনের বিশেষ প্রতিনিধি ও সিলেটের সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ ও দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবি উল্ল্যাসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট রোববার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসকাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা, সম্প্রচার নীতিমালা মিডিয়া বান্ধব করণ ও নির্যাতন হয়রানির প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি দৈনিক জনকণ্ঠ ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনন্ডেট টিভির জেলা প্রতিনিধি আনহার আহমদ সমশাদের পরিচালনায় বক্তব্য রাখেন পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রেসকাবের সাধারণ সম্পাদক ও এনটিভি ও ইনকিলাবের জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও পাবলিক লাইব্রেরি সম্পাদক নজরুল ইসলাম মুহিব, প্রবীন সাংবাদিক আজাদুর রহমান, সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা সম্পাদক ও সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল ইউনিটের সম্পাদক এম ইদ্রিস আলী, অনলাইন প্রেসকাবের সভাপতি ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি শ ই সরকার জবলু, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ্দিন , বাংলাট্রিবিউনের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, প্রবাসী সাংবাদিক খায়রুল আলম লিংকন, দৈনিক ইনকিলাবের কমলগঞ্জ প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাহবুবর রহমান রাহেল প্রমুখ।