৩০ আগস্ট বিএনপির কেন্দ্রীয় নেতা মো. শাহজাহানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে ২০ দলীয় জোটের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৪, ১:৩৭ অপরাহ্ণ
শহর প্রতিনিধি
সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে ২০ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট মৌলভীবাজার আসবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। এ উপলক্ষে মৌলভীবাজার ২০ দলীয় জোটের আহবায়ক কমিটির উদ্যোগে ২৪ আগস্ট রোববার সকাল ১১টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২০ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমানের সভাপতিত্বে জোটের যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল মান্নান, খেলাফত মজলিশের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইউসুফ আলী, প্রথম যুগ্ম সম্পাদক এম এ মুকিত, জামায়াতে ইসলামীর জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ আলী, খেলাফত মজলিশের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল, জমিয়তে উলামায়ে ইসলামের প্রথম যুগ্ম সম্পাদক মাওলানা শাহ মাশুকুর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন জোটের সদস্য পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী, জামায়াতে ইসলামের পৌর আমীর ইয়ামীর আলী, উপজেলা আমীর আলা উদ্দিন শাহ, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা এম এ মজিদ খাঁন, পৌর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কমিশনার ওলিউর রহমান, মাহমুদুর রহমান, আব্দুর রহিম রিপন, মিজানুর রহমান নিজাম, মোবারক হোসেন জামায়াতের সদস্য তাজুল ইসলাম প্রমুখ।