ফলোআপ : রাজনগরে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আসামী সাড়ে ৪ শতাধিক, আটক ৭
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৪, ১:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
রাজনগরে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সমর্থকদের বের করা মিছিলে হামলার ঘটনায় রাজনগর থানায় ৫২ জনের নাম উল্লেখ করে ৪ শতাধিক অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। ২৩ আগস্ট শনিবার রাতে ও ২৪ আগস্ট রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাসান (৩০), ইমন (৩৫), সুমন (২২), বাজিদ (২৫), অপু (৩৬), আল আমীন (৩৫), আবুল কালাম (৩৪)। এদের বাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।
উল্লেখ্য, গত শনিবার দুপুর সাড়ে ৫টার দিকে রাজনগর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক আছকির খাঁনের নেতৃত্বে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সমর্থনে রাজনগরে একটি মিছিল বের করা হয়। মিছিলে আ.লীগের মৌলভীবাজার জেলা সভাপতি ও সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের অনুসারী উপজেলা আ.লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই গ্রুপ হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হয়।
রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দীন আটক ও মামলার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।