সৈয়দ মহসিন আলীর বিরুদ্ধে যুগান্তরে সংবাদ প্রকাশের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র ও যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ২৪ আগস্ট রোববার দুপুর ১২ টায় শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন চা বাগানের চা শ্রমিকরা অংশগ্রহণ করেন ।
মৌলভীবাজার জেলা আ.লীগের ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম. এ রহিমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক আবু শহীদ মো. আব্দুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতলিব, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার আব্দুল কাদির সানু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামাল হোসেন চেরাগ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুন, যুবলীগ নেতা আব্দুল বারী বেলাল প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, সৈয়দ মহসীন আলী এ জেলায় আ.লীগের প্রথম পূর্ণ মন্ত্রী হওয়ায় দলেরই কতিপয় কুচক্রী মহল তা সহ্য করতে না পেরে বিভিন্ন গণমাধ্যমে তাঁর প্রকৃত বক্তব্যকে বিকৃত করে সংবাদ প্রকাশ করছে। অথচ জেলার এই বর্ষিয়ান নেতা দূর্নীতি তো দূরের কথা নিজের টাকা খরচ করে সারাজীবন রাজনীতি করেছেন। এমন গণমানুষের নেতার বিরুদ্ধে অপপ্রচার না করে তার ভালো দিক তুলে ধরে সাংবাদিকদের সংবাদ প্রকাশের দাবি জানান বক্তারা।