কুলাউড়ায় ই্য়াকুবিয়া শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শিল্পী বাছাই অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৪, ৯:৩৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
ই্য়াকুবিয়া শিল্পী গোষ্ঠী কুলাউড়ার আয়োজনে স্থানীয় জনমিলন কেন্দ্রে ২৩ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলা ভিত্তিক ইসলামী সঙ্গীত শিল্পী বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আনজুমানে আল ইসলাহর উপজেলা সভাপতি আলহাজ হাফিজ মহসিন খান। বাছাই অনুষ্ঠান শেষে আলোচনা সভায় ইয়াকুবিয়া শিল্পী গোষ্ঠির পরিচালক হাফিজ মো. জুবেল আহমদ ও শিল্পী জায়েদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ।
বক্তব্য রাখেন তালামীযে ইসলামীয়ার কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লন্ডন প্রবাসী মুফতি সৈয়দ মাহমুদ আলী, আল ইসলাহর উপজেলা সাধারণ সম্পাদক হাজী মো. আবুল কালম, সাংগঠনিক সম্পাদক কাজী মাও. সৈয়দ লিয়াকত আলী, সহপ্রচার সম্পাদক কাজী মাও. জাকির হোসেন, পৌরশাখার সহসভাপতি কাজী মাও. খন্দকার ফখরুল ইসলাম, উপজেলা তালামীযের সভাপতি এহসানুল মাহমুদ নাজিম, সাবেক সভাপতি মো. এবাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।
ইসলামী সঙ্গীত শিল্পি বাছাই অনুষ্ঠানে ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। নির্বাচিত হয়েছেন ৩০ জন। বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিতী শিল্পী গোষ্ঠীর সদস্য সচিব হাফিজ মো. ফরহাদ আহমদ ও শিল্পী হাফিজ মো. আহমদ আলী। প্রতিতী শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ইসলামী সঙ্গীত শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল উপস্থিত অতিথিবৃন্দ ও প্রতিযোগীদের মোবাইল ফোনে শুভেচ্ছা জানান এবং সঙ্গীত পরিবেশন করে শোনান।