পানি ও বিদ্যুতের অপচয় রোধে ডিজিটাল অটো সুইচের আবিষ্কার করলেন বড়লেখার বদরুল
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৪, ৬:২৫ পূর্বাহ্ণ
এ.জে লাভলু, বড়লেখা
পানি বিদ্যুতের অপচয় রোধের লক্ষে ষআবিস্কার করা হয়েছে ডিজিটাল অটো সুইচ। এ সুইচের আবিস্কার করেছেন বড়লেখার উপজেলার সুজানগর গ্রামের বাসিন্দা রহীম উদ্দিনের ছেলে বদরুল ইসলাম (২৫)।
বদরুল জানান, মসজিদ, বাসা বাড়ি, গোসল ও অযুখানায় ব্যবহৃত মোটরের সাহায্যে পানির ট্যাঙ্কে পানি উত্তোলন করা হয় কিন্তু অনেক ট্যাংকিতে পানি ভরে ভেসে পরে তাতে পানির অপচয় হয় পাশাপাশি মোটর চালানো থাকায় বিদ্যুতেরও অপচয় হয় এ জন্য যন্ত্রটির খুবই প্রয়োজন মনে করে তা আবিস্কারের চিন্তা মাথায় আসে এবং সে অনুযায়ী গবেষণা করে এ যন্ত্রটি আবিস্কার করি। এ সুইচটি স্বয়ংক্রিয়ভাবে চালু এবং বন্ধ করা যায়।
২০ আগস্ট বুধবার বিকালে বড়লেখা পৌর শহরের উত্তর বাজারস্থ আছিয়া প্লাজায় বদরুল ইসলামের আবিস্কৃত অত্যাধুনিক সাশ্রয়ী ডিজিটাল অটো সুইচের মডেল উন্মোচন ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ শাহাব উদ্দিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন বলেন, বদরুলের আবিস্কৃত অটো সুইচটি প্রথমে আমি ব্যবহার করে উপকৃত হয়েছি। তথ্য প্রযুক্তির এ যুগে ডিজিটাল এ সুইচটি বিদ্যুৎ ও পানি অপচয়ে রোধে সহায়ক হবে বলে তিনি বদরুলের সাফল্য কামনা করেন।
অটো সুইচের আবিস্কাকারক বদরুল ইসলামের সভাপতিত্বে সাপ্তাহিক বড়লেখার সম্পপাদক ও প্রকাশক এম এম আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পপাদক আনোয়ার উদ্দিন, সাপ্তাহিক মুকুল পত্রিকার সম্পপাদক মন্ডলির সভাপতি ফয়ছল আহমদ, সাংবাদিক লিটন শরীফ, তপন কুমার দাস, এ.জে লাভলু প্রমুখ।