বড়লেখায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৪, ৫:৪৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি
বড়লেখা ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শতাধিক বৃক্ষরোপন করা হয়েছে।
দুপুর সাড়ে বারোটা বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ তিনি কয়েকটি চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন প্রমুখ।