রাজনগরে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫, পুলিশের ২৫ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৪, ৩:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
রাজনগরে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সমর্থনে বের হওয়া মিছিলে হামলা চালিয়েছে আ.লীগের চিফ হুইপ অনুসারী মিছবাহুদ্দোজা ভেলাই গ্রুপ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ও দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। এনিয়ে মন্ত্রীর সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষেভ বিরাজ করছে।
আহতরা হলেন রশিদ আলী, শেখ শেকুল মিয়া, সাজ্জাদুর রহমান চৌধুরী (বাচ্চু), তাহির সেলিম মিয়া, চৌধুরী, মনফর আলী, দুলন দেব, সাজু আহমদ, নজরুল ইসলাম, জামাল আহমদ, সোমন ঘোষ, কয়েছ আহমদ, জাহাঙ্গীর আহমদ, শেখ আব্দুল জব্বার, আবুল কাহের বাবু প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় সমাজকল্যাণমন্ত্রীকে নিয়ে সংবাদ ছাপা হয়। এ ধরনের কিছু সংবাদের প্রতিবাদ জানিয়ে গত ২০ আগস্ট রাজনগর আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আছকির খাঁন (মন্ত্রী সমর্থক) নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন। পরদিন উপজেলার মনসুরনগর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মহলাল বাজারে মন্ত্রীর সমর্থনে প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে একটি পত্রিকায় প্রকাশিত জেলা আ.লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ সমর্থক রাজনগর উপজেলা আ.লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই এর একটি মন্তব্য নিয়ে সমাবেশে কোন কোন বক্তা কটাক্ষমূলক বক্তব্য দিলে ভেলাই সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
২৩ আগস্ট বিকাল সাড়ে পাঁচটার দিকে সমাজকল্যাণমন্ত্রীর সমর্থনে আবারো রাজনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আছকির খাঁনের নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদ কার্যালয়ের সামন থেকে শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছাতির মিয়া, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মিহিরকান্তি দাশ মঞ্জুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের জামতলার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে মিছিলে হামলা চালায় উপজেলা আ.লীগের সভাপতির অনুসারীরা। মিছিলকারীরা এর জবাবে ইট পাটকেল ছুড়ে। এসময় মোতায়েনকৃত পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
রাজনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আছকির খানের পক্ষে প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ও মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান সাতির মিয়া সাংবাদিকদের জানান, সমাজকল্যাণমন্ত্রীর সমর্থনে মিছিল বের হলে উপজেলা সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাইর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে অতর্কিত হামলা চালায়।
রাজনগর উপজেলা আ.লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই জানান, আমি ঢাকায় আছি। তারা আমাকে সমাবেশ করে গালিগালাজ করেছিল। এনিয়ে আমার সমর্থকরা উত্তেজিত ছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।
রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দীন জানান, উভয়পরে সংঘর্ষ থামাতে ২ রাউন্ড টিয়ার সেল ও ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।