জেলা যুবলীগ সেক্রেটারী নাহিদ আহমদের পিতা সিরাজুল ইসলাম মানিক এর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৪, ৩:২৮ অপরাহ্ণ
পান্না দত্ত
সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও মৌলভীবাজার শহরের প্রবীন ব্যবসায়ী সিরাজুল ইসলাম মানিক আর নেই। ইন্নালিল্লাহি… রাজিউন। তিনি মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও সাবেক বিরোধী দলীয় হুইপ আজিজুর রহমানের বড় ভাই এবং জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পিতা।
২১ আগস্ট তারিখ শনিবার রাত ৯.২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৌলভীবাজার শহরের কাশিনাথ রোডস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
শুক্রবার দুপুর ২ টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গুজারাই গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, জেলা আ.লীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্য আব্দুস শহিদ, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সদর উপজেলা চেয়ারম্যন মিজানুর রহমান, রাজনগর উপজেলা চেয়ারম্যন আছকির খান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যন কামরুল ইসলাম, বড়লেখা উপজেলা চেয়ারম্যন রফিকুল ইসলাম সুন্দর, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যন রফিকুর রহমান, পৌর মেয়র ফয়জুর করিম ময়ুন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, জেলা কমিউনিষ্ট পার্টি সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি কামাল হোসেন, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, শিল্পকলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান প্রমুখ।