কুলাউড়ায় গাঁজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৪, ২:৫৬ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ার রবিরবাজার এলাকা থেকে সিরাজ মিয়া (৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ২১ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টায় আটক করেছে পুলিশ। সে পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের সিদ্দীক মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এএসআই কানু মালাকার ও আশরাফ আলীর নেতৃত্বে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ২০ পুরিয়া গাজা উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার ওসি অমল কুমার ধর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।