সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদকে গ্রেফতার করায় কুলাউড়া প্রেসকাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৪, ২:৩২ অপরাহ্ণ
নাজমুল ইসলাম, কুলাউড়া
সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কুলাউড়া প্রেসকাবের সাংবাদিকরা।
২০ আগস্ট বুধবার দুপুরে কুলাউড়া প্রেসকাবে আয়োজিত এক সভায় সাংবাদিক মুমতাজ আহমদকে গ্রেফতারে নিন্দা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসকাবের সভাপতি আজিজুল ইসলাম (দৈনিক যুগান্তর), সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন (দৈনিক নয়াদিগন্ত), সহসভাপতি এম মছব্বির আলী (বার্তা সম্পাদক, কুলাউড়ার ডাক), সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ (দৈনিক আমারদেশ ), সহসাধারণ সম্পাদক মাঞ্জুরুল হক (দৈনিক ইনকিলাব), মু ইমাদ-উদ-দীন (স্টাফ রিপোর্টার, দৈনিক মানব জমিন), সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম সাজু (স্টাফ রিপোর্টার, এশিয়ান টিভি ও চ্যানেল এস), কোষাধ্যক্ষ মো. নাজমুল ইসলাম (দৈনিক ভোরের ডাক ও সাপ্তাহিক পূর্বদিক) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম তনয় (বিভাগীয় সম্পাদক, মানব ঠিকানা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন কবির (দৈনিক শ্যামল সিলেট), দপ্তর সম্পাদক জসিম চৌধুরী (স্টাফ রিপোর্টার, মানব ঠিকানা), নির্বাহী সদস্য আবদুল বাছিত বাচ্চু (দৈনিক সমকাল), আলহাজ আবুল হাসনাত ( বাংলাদেশ ব্যুরো প্রধান, জনমত), মোক্তাদির হোসেন (দৈনিক দিনকাল), শ্রী বিশ্বজিত দাস (দৈনিক খোজ খবর), জুয়েল দেব (ফটো সাংবাদিক), এমআর তাহরীম (দৈনিক বাংলাদেশ সময়) ও তাজুল ইসলাম (মানব ঠিকানা), সদস্য শাহ আলম শামীম (দৈনিক কাজির বাজার)।
এছাড়া নিন্দা জানিয়েছেন সঞ্জয় দেবনাথ (দৈনিক জনকণ্ঠ), শরীফ আহমেদ (বাংলামেইল), সেলিম আহমেদ (দৈনিক আমাদের অর্থনীতি), চয়ন জামান (দৈনিক যুগভেরী), এস আলম সুমন (সীমান্তের ডাক) আব্দুল আহাদ (ভোরের পাতা), জিয়াউল হক (আজকালের খবর)।