ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধোর গ্রেফতার ৫
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৪, ১২:১৮ অপরাহ্ণ
ক্রাইম রিপোর্টার
মুরগির মাংস ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় ক্রেতার উপর চড়াও হয় মুরগি ব্যবসায়ী ও তার সহযোগিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ আক্রমনকারীকে আটক করে। থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে ২১ আগস্ট বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। ঘটনাটি ঘটেছে বুধবার মৌলভীবাজার পৌরসভাস্থ পশ্চিমবাজার এলাকায়।
মৌলভীবাজার মডেল থানায় দায়েরকৃত মামলার প্রাথমিক তথ্য বিবরণী সূত্রে জানা যায়, সদর উপজেলার কমলাকলস গ্রামের কলেজ ছাত্র জুবেল (২২) ২০ আগস্ট শহরের পশ্চিম বাজারের জনৈক শাহ আলমের দোকান থেকে সাড়ে ৩ কেজি ব্রয়লার মুরগি ক্রয় করে ৪৫৫ টাকা দিয়ে। ওজন নিয়ে সন্দেহ হওয়াতে অন্য এক দোকানে ওজন নিয়ে দেখেন আড়াই কেজি। এ কথা ব্যবসায়ী শাহ আলমকে জানালে উত্তেজিত হয়ে গালিগালাজ বলে। প্রতিবাদ করলে কয়েকজন ব্যবসায়ী এক জোট হয়ে লাঠি, রড, কাঠের বর্গা দিয়ে আঘাত করে এবং ধাওয়া করে। একপর্যায় বাদী আত্মরক্ষার্থে পশ্চিম বাজারের সেরাটাউন প্লাজায় আশ্রয় নিলে সেখানেও তারা আক্রমন করে। এ সময় সেরা টাউন প্লাজার ব্যবসায়ীরা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ ব্যক্তিকে আটক করে থানা নিয়ে যায়। পরে জুবেল বাদী হয়ে ৭ ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দিলে (মামলা নং-২১ তাং২১/৮/২০১৪) পুলিশ আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করে।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের পশ্চিমবাজারের কিছু অসাধু ব্রয়লার মুরগী ব্যবসায়ী ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকিয়ে আসছে। এ নিয়ে যখনই প্রতিবাদ করা হয় তখনই তারা একজোট হয়ে ক্রেতাদের উপর চড়াও হয়। দুয়েকবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এদের অনেককে জরিমানাও করেছে।
জানা যায়, এই সব অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে স্থানীয় প্রভাবশালী ছাত্রসংগঠনের নেতারা মাসিক বখরা নিয়ে থাকেন। যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা অসাধু এসব ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে যান তখন এদের পক্ষ হয়ে এসব নেতারা তদবির শুরু করেন।