কবি জাহাঙ্গীর জয়েস এর জন্মবার্ষিকীতে আড্ডা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৪, ২:৩৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক
নব্বই দশকের কবি জাহাঙ্গীর জয়েস এর জন্মবার্ষিকী ও বইয়ের মোড়ক অনুষ্ঠান এবং আড্ডা বুধবার সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বদিক অফিসে অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলে কবির লেখা ‘লাল রুমাল এবং অন্যান্য কবিতা’ নামে কোরাস প্রকাশনার একটি কাব্যগ্রন্থ বের হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আব্দুল খালিক, লেখক ও গবেষক মাহফুজুর রহমান, কবি ও কলামিস্ট মাহবুবুল আলম, সাপ্তাহিক দেশপ সম্পাদক মৌসুফ এ চৌধুরী, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক ও কবি মুজাহিদ আহমদ, কবিপত্নী ইফফাত আরা নিপা।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক তমাল ফেরদৌস, সাপ্তাহিক পূর্বদিক সহযোগী সম্পাদক ও কবি সাকী সায়ন্ত, কবি রুহুল রুহিন, মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক শক্তিপদ পাল, সিনিয়র সাংবাদিক অশোক কুমার দাশ, কবি ও শিক জয়নাল আবেদীন শিবু, শিক ও ছড়াকার আবু সাঈদ রুপিয়ান, সাংবাদিক আহমেদ আফরোজ, উদীচী সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, সাংবাদিক মহ্সীন আহমেদ মুরাদ, রিপন পাল, মুন্না আহমেদ প্রমুখ।