টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৪, ১:২৫ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ।
তামিম ইকবাল ৬ ও আনামুল হক করেছেন ৩ রান।
মঙ্গলবার সেন্ট জর্জেসে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া খেলাটি সরাসরি দেখাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টেন ক্রিকেট।
সেই শ্রীলঙ্কা সিরিজ থেকেই ধুঁকছে বাংলাদেশ। এ বছর নয়টি ওয়ানডে ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি টাইগাররা। এবার হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্য নিয়েই মুশফিক বাহিনী এখন ওয়েস্ট ইন্ডিজে।
ওয়ানডে ম্যাচের আগে গত রোববার প্রস্তুতিমূলক একদিনের ম্যাচ খেলে বাংলাদেশ। ওই ম্যাচে গ্রেনাডা একাদশকে ৯৫ রানে হারায় টাইগাররা।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, তার দলের প্রধান শক্তি হচ্ছে ব্যাটিং। এরপর স্পিনকে রেখেছিলেন তিনি। আর পেস বোলিংকে কিছুটা পেছনে রেখেছিলেন এ শ্রীলংকান।
প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা কিন্তু কোচের কথার প্রতিদান দিয়েছেন। তাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দলে না থাকার পরও স্বপ্ন দেখছে বাংলাদেশ। অবশ্য দুই বছর আগে দেশের মাটিতে গেইল-স্যামিদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সাকিব ছিলেন না। এরপরও ক্যারিবীয়দের ৩-২ ব্যবধানে হারিয়েছিল মুশফিক বাহিনী।
এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ২৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজ ১৬টি এবং বাংলাদেশ ৭টি ম্যাচে জয় পেয়েছে। আর দুটি ম্যাচে কোনও ফল আসেনি।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এর আগে চার বার (২০০৪, ২০০৭ বিশ্বকাপ, ২০০৯ ও ২০১০ টি-২০ বিশ্বকাপ) খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে ২০০৯ সালে সেখানে সেরা সাফল্য পেয়েছিল টাইগাররা। ৭ ম্যাচের ৩টিতে জয় পায় টাইগাররা।