কুলাউড়ায় একরাতে ৪টি গরু চুরি
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৪, ১১:১১ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম, কুলাউড়া
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে ১৯ আগস্ট বুধবার গভীর রাতে দুজন গৃহস্থের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, লহরাজপুর গ্রামের বাবুল মিয়ার উন্নত জাতের ৩টি গরু গভীর রাতে চুরি করে নিয়ে যায় চোরচক্র। ৩টি গরুর বাজার মূল্য প্রায় ২ ল টাকা হবে বলে জানা গেছে।
এদিকে একই গ্রামের লিয়াকত মিয়ার বাড়ি থেকেও ওইদিন রাতে ৪০ হাজার টাকা বাজার মূল্যের ১টি গরু চুরি হয়।
টিলাগাঁও ইউপি চেয়াম্যান সৈয়দ মহিউদ্দিন গরু ৪টি চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নাজমুল ইসলাম/সম্পাদনা; সালাহ্ উদ্দিন ইবনে শিহাব/ ডেভলাপার, নায়েম লিটু, মহসীন মুরাদ