এরশাদ ও খালেদার সরকার ২১ বছর দেশ শাসন করে মানুষের জন্য কাজ করেনি
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৪, ১০:৩৯ পূর্বাহ্ণ
মাহবুবুর রহমান রাহেল
জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন আহমদ এমপি বলেছেন, এরশাদ ও খালেদার সরকার ২১ বছর দেশ শাসন করে মানুষের জন্য কাজ করতে পারেনি। বর্তমান সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়ন ছড়িয়ে দিতে কাজ করছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী করা হবে।
২০ আগস্ট বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক এমপি তোয়াবুর রহিম, মৌলভীবাজার জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ১২০ জন অস্বচ্ছল মুুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ও কল্যাণমূলক কাজের জন্য ৯৫ জনকে অনুদান, গরীব ও মেধাবী ৩৩৮ জন শিার্থীদের এককালীন বৃত্তি, প্রশিক্ষিত ও অস্বচ্ছল ১৮৫ জন মহিলাদের সেলাই মেশিন এবং কম্পিউটার প্রদানসহ সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
মাহবুবুর রহমান রাহেল/সম্পাদনা; সালাহ্ উদ্দিন ইবনে শিহাব/ ডেভলাপার, নায়েম লিটু, মহসীন মুরাদ