কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৪, ১:১৯ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার জয়পাশা নামক স্থানে ১৮ আগস্ট সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রবাসী মো. মাহমুদ আলীর (৩০) মুত্যু হয়েছে।
জানা যায়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. মাহমুদ আলী একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেল যোগে কুলাউড়া উপজেলার হাজীপুরে যাচ্ছিলেন। কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে দ্রুত গতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়ার ব্রাহ্মণবাজারের একটি প্রাইভেট কিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মো. মাহমুদ আলী কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের মৃত কালা মিয়ার পুত্র।