পূর্ব ঘোষণা ছাড়াই চাকুরিচ্যুত ৪৫ টিকাদান কর্মী সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি ও মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৪, ১০:১৫ পূর্বাহ্ণ
আব্দুর রহমান সোহেল, রাজনগর
চাকুরিচ্যুত ৪৫জন টিকাদান কর্মীরা আন্দোলনে নেমেছেন। তারা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদানের পর আজ ১৮ আগস্ট সোমবার মানববন্ধন করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কাজ করা এসব টিকাদান কর্মীকে কোন ধরনের নোটিশ বা ঘোষণা ছাড়াই ১৫ আগস্ট থেকে তাদের চাকরি নেই বলে জানায় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি স্বাস্থ্য কর্মী কম থাকায় ২০১২ সালের ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে মৌলভীবাজারে ৪৫জন কমিউনিটি এমসিএইচ অ্যান্ড ইমু নাইজেশন ওয়ার্কার (সিএম এমসিএইচ অ্যান্ড আই ডাব্লিউ) বা টিকাদান কর্মী নিয়োগ দেয়া হয়। মৌলভীবাজার ছাড়াও নোয়াখালী, ভোলা, কক্সবাজার, বি-বাড়িয়া, গাইবান্ধা, নিলফামারী, বান্দরবন, রাঙ্গামাটি, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় অস্থায়ী ভাবে ৪৯৯জন কর্মী নিয়োগ দেয়া হয়।
মা ও শিশু স্বাস্থ্য ও টীকাদান কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমুলাইজেশন (গ্যাভি-এইচএসএস) এর অর্থায়নে ৭ হাজার ৯শ টাকা এবং পাহাড়ি এলাকায় ৯ হাজার ৩১০ টাকা সর্বসাকুল্য বেতন ধার্য ছিল। এর আওতায় মৌলভীবাজারের সবকটি উপজেলায় ৪৫ কর্মী নিয়োগ পান। সম্প্রতি জেলায় ৬৩ জন স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু কোন ধরনের নোটিশ ছাড়াই গত ১১ আগস্ট গ্যাভি এইচএস-এর দপ্তর থেকে মৌলভীবাজার জেলা কার্যালয়কে ১৫ আগস্টের পর থেকে এসব মা ও শিশু টীকাদান কর্মীদের চাকুরিচ্যুত করার বিষয়টি জানিয়ে দেয়ার জন্য বলা হয়। মৌলভীবাজার জেলা ইপিআই সুপারভাইজার শাহ আলম ফোন করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকতাকে ফোন করে বিষয়টি জানান। কিন্তু সংশ্লিষ্ট কর্মীরা অকস্মাৎ চাকুরিচ্যুতির খবর জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। কোন ধরণের নোটিশ বা প্রকল্পের মেয়াদ শেষ না হওয়ার আগে অকস্মাৎ চাকুরিচ্যুতি অমানবিক বলে মন্তব্য করেন সচেতন মহল।
গত ১৩ আগস্ট মা ও শিশু টীকাদান কর্মসূচির এসব কর্মীরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা চলাকালীন মৌখিকভাবে জানতে পারেন তাদের চাকুরিচ্যুত করা হচ্ছে। চাকুরিচ্যুতির খবর শুনে অনেকই কান্নায় ভেঙে পড়েন।
একটি সূত্র জানিয়েছে, নতুন স্বাস্থ্য কর্মী নিয়োগ সাপেক্ষে দেশের সকল জেলায় অস্থায়ী নিয়োগপ্রাপ্ত এসব সিএম এমসিএইচ অ্যান্ড আই ডাব্লিউ টিকাদান কর্মীকে চাকরিচ্যুত করা হবে।
কমিউনিটি এমসিএইচ অ্যান্ড ইমু নাইজেশন ওয়ার্কার (সিএম এমসিএইচ অ্যান্ড আই ডাব্লিউ) বা টীকাদান কর্মী মিজানুর রহমান রাজু বলেন, কোন ধরনের নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই আমাদের আকস্মিকভাবে চাকুরিচ্যুত করায় আমরা বেকার হয়ে পড়েছি। সম্পূর্ণ অমানবিকভাবে আমাদের চাকুরিচ্যুত করা হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, প্রকল্পের মেয়াদ এবং টিকাদান কর্মীর অনেক প্রয়োজন থাকা সত্বেও আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।
১৭ আগস্ট গতকাল দুপুরে চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, রুবেল আহমদ, কামরুল ইসলাম, অংকন পুরকায়স্ত, দেলোয়ার হোসেন, নাজমুন নাহার প্রমুখ।
মৌলভীবাজার ইপিআই সুপারভাইজার শাহ আলম বলেন, গ্যাভি এইচএস-এর প্রধান কার্যালয় থেকে টেলিফোনে আমাদেরকে জানানো হয়। পরে ফ্যাক্স বার্তাও এসেছে। আমরা মানিবিক দৃষ্টিকোন থেকে বলেছিলাম ১৫ দিন ১ মাস সময় নিয়ে এসব কর্মীদের একটি নোটিশ দিয়ে জানোনোর জন্য। কিন্তু তারা বলেছে ১৫ আগস্টের পর আর এসব কর্মীর বেতন দিবে না।