বাঁশ
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৪, ৪:৩৬ অপরাহ্ণ
সাকী সায়ন্ত
বাঁশে বাঁশে বাঁশাবাঁশি
লাগছে রে লাগছে
বাঁশ দেখে বাঁশিওয়ালা
ভাগছে রে ভাগছে।
কোন বাঁশে কোন দিন
কে যে হবে খাড়ারে
এই বাঁশে তুমি আমি
সাংবাদিক যারা রে।
বাঁশ নিয়ে কেউ কেউ
হেবি মজা লুটছে
বাঁশ ধরে কেউ কেউ
উপরেই উঠছে!
প্রসঙ্গ : উপরের বাঁশ ঢুকানোর, নিচের বাঁশ তেলের