ভারতে অনলাইনে বিয়ে
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৪, ২:১৪ অপরাহ্ণ
ভারতে নবদম্পতিরা এখন থেকে অনলাইনে বিয়ে নিবন্ধন করতে পারবেন। নতুন আইনে বিয়ের ৬০ দিনের মধ্যে এই নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
অনলাইনে পাসপোর্ট আবেদনে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় বিয়ে নিবন্ধনেও ঠিক এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে চূড়ান্ত পর্যায়ে নবদম্পতিকে বিয়ে নিবন্ধকের কার্যালয়ে উপ-বিভাগীয় ম্যাজিট্রেটের সামনে হাজির হতে হবে।ভারতে অনলাইনে বিয়ে নিবন্ধন
দিল্লি সরকারের রাজস্ব বিভাগের ই-জেলা প্রকল্পের অন্তর্ভুক্ত অনলাইনে বিয়ে নিবন্ধন কার্যক্রম চালু হবে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি। এটি চালু করার মূল উদ্দেশ্য হলো বিয়ে নিবন্ধনে দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে আনা।
নয়া দিল্লির উপ-কমিশনার মনা শ্রীনিবাসন জানান, রেলওয়ের ই-টিকেট বুকিং দেয়ার সময় গ্রাহককে যেমন আইডি ও পাসওয়ার্ড দেয়া হয়, বিয়ে নিবন্ধনের ক্ষেত্রেও একইভাবে আবেদনকারীকে আইডি-পাসওয়ার্ড দেয়া হবে। জেলা পোর্টালে আবেদনের ফরম থাকবে। আবেদনকারীদের ফরমটি অনলাইনে পূরণ করতে হবে। তবে বাল্য বিবাহ বন্ধ করতে ১৮ বছরের নিচের কারো আবেদন গ্রহণ করা হবে না।
তিনি আরো জানান, যতক্ষণ পর্যন্ত নিবন্ধক আবেদনকারী দম্পতির প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে নিশ্চিত না হবেন ততক্ষণ আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে না।