আবারো সাংবাদিকদের সমালোচনা করলেন সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৪, ১১:১৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আবারো সাংবাদিকদের সমালোচনা করলেন সমাজকল্যাণমন্ত্রী। তবে এবার যারা টাকা খেয়ে সাংবাদিকতা করেন কেবল তারাই তার সমালোচনার ব্যক্তি ছিলেন।
মন্ত্রী বলেন, যারা সৎ সাংবাদিকতা করেন তাদের প্রতি আমার কোন সমালোচনা নেই। কিন্তু যারা টাকা খেয়ে সাংবাদিকতা করেন তাদের প্রতি আমার ঘৃনা। তিনি সমালোচনার জন্য সমালোচনা না করে দেশের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য সাংবাদিকতা করার আহবান জানান।
এক পর্যায়ে মন্ত্রী নবীগঞ্জ ও সিলেটের সাংবাদিককের উদ্দেশ্যে বলেন, ‘যারা আমার পাছায় বাঁশ ঢুকাতে চায় আমি চাইলে তাদেরকে যেকোন বাঁশে খাড়া করে দিতে পারি। কিন্তু আমি তা আমি করব না।’
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ১৭ আগস্ট রোববার দুপুর ২টায় মৌলভীবাজার শহরের শ্রী শ্রী নূতন কালীবাড়ি প্রাঙ্গনে বর্নাঢ্য সংকীর্ত্তন শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি অ্যাড. ভূষনজিৎ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বর্নাঢ্য শোভাযাত্রাটি পুনরায় শ্রী শ্রী নূতন কালীবাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে সনাতন ধর্মাবলম্বীরা স্বতস্ফুর্তভাবে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন। সরকারও তাদের সহযোগীতা করছে।
মন্ত্রী সিলেটের সাংবাদিকদের সমালোচনার বিষয়ে বলেন, অর্থমন্ত্রীকে নিয়ে সব সাংবাদিকরা পত্রপত্রিকায় লিখে তাকে ইনসাল্ট করা হয়েছে। এজন্য আমি প্রতিবাদ করেছি, সতর্ক করেছি।
মন্ত্রী ‘কটু ভাষায়, সিলেটি ভাষায়’ সমালোচনার কথা স্বীকার করে বলেন, আপনারা মানদণ্ডে সবাই সমান নয়। লেখার জন্য কাগজের লাইসেন্স পাইছেন কিন্তু লেখার যে শক্তি প্রয়োজন সেটা আপনাদের নেই। যারা সৎভাবে সাংবাদিকতায় আসবে তাদের আমরা সম্মান করি।