সঙ্গীত শিল্পী ন্যান্সির আত্মহত্যার চেষ্টা : ময়মনসিংহ থেকে ল্যাবএইডে স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৪, ৯:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক
অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আজ রোববার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
ল্যাবএইডে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের করপোরেট কমিউনিকেশন শাখার এজিএম সাইফুর রহমান লেনিন জানান, চিকিৎসকরা ন্যান্সির প্রতি নজর রাখছেন। তার অবস্থা স্থিতিশীল।
ল্যাবএইডে ডা. ফরহাদ উদ্দিন ও ডা. মো. ফারুকের তত্ত্বাবধানে রয়েছেন ন্যান্সি।
অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে পড়া ন্যান্সিকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পারিবারিক সূত্রে জানা যায়, ন্যান্সির সঙ্গে গত বছর ময়মনসিংহ পৌর সভার কর্মচারী জাহেদের বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামীর সাথে তার মতবিরোধ চলছিল। এরই মধ্যে তাদের একটি কন্যা সন্তানও জন্ম নেয়।
কিছুদিন ধরে ন্যান্সি তার বাবা নাজমুল হকের সাথে নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় বসবাস করছিলেন।
শনিবার দুপুরের খাবারের পর তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ন্যান্সিকে সন্ধ্যা সাতটায় নেত্রকোনা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র নার্স সুফিয়া জেসমিন সাংবাদিকদের জানান, ন্যান্সি শনিবার দুপুরে ৪০টি ও এর আগের দিন রাতে ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মাসুদ আলম জানান, ন্যান্সি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।রাত ৮টার দিকে কন্ঠশিল্পী ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাত সাড়ে ১০টায় হাসপাতালের চিকিৎসক আনম ফজরুল হক পাঠান জানান, ‘ন্যান্সিকে আইসিইউতে নেওয়া হয়েছে।’
সেখানে অস্থার উন্নতি না হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে আজ রোববার সকালে সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।