নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালিত হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৪, ৯:০৫ পূর্বাহ্ণ
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ
নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদেশের ন্যায় ১৭ আগস্ট রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালিত হচ্ছে। সকাল সাড়ে আটটায় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত ভক্তবৃন্দ উপস্থিত হলে বনার্ঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
উপজেলা পুজা উযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আ.লীগ নেতা মরহুম ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, পুজা উদযপান কমিটির সহ-সভাপতি অশোক তরু দাশ প্রমুখ।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ জিউড় আখড়ায় এসে শেষ হয়। পরে শ্রীমদ ভাগবত গীতা পাঠ ও আলোচনা করেন সিলেট ইসকন মন্দিরের প্রচারক ব্রজকৃষ্ণ দাস। শোভাযাত্রায় পুজা উদযাপন পরিষদ,উপজেলা জাতীয় হিন্দু মহাজোট, উপজেলা লোকনাথ সেবা সংঘ, গীতা সংঘ, ভুবিরবাক গ্রামবাসী লোকজন পৃথক পৃথক ব্যানারে অংশগ্রহণ করেন।